পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করবেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই সভার আগে নন্দীগ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষে উতপ্ত হয়ে উঠলো এলাকা। চলে বেপরোয়া বোমাবাজি। গাড়ি-বাইকে ভাঙচুর চলে বলে অভিযোগ।
তৃণমূলের অভিযোগ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গড়চক্রবেড়িয়া বাজারে তৃণমূল কংগ্রেস কর্মীর উপরে আচমকা হামলা চালায় বিজেপি।মারধর করা হয় । ভোটের আবহে এলাকায় সন্ত্রাস ছড়াতে ও ভয়ের বাতাবরণ তৈরি করতে তারপরেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ।
বিজেপি অবশ্য অভিযোগ উড়িয়ে দাবি করেছে তাদের কর্মীরা পতাকা ফেস্টুন লাগানোর সময়ে হামলা হয়েছে। তখন তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করে। কর্মীদের ভাঙচুর করা হয়। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমরা কোনও হামলা করিনি।

Post Views: 23