বর্তমান বৎসরের মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ সৌমিক মান্না, নবম স্থানাধিকারী ঐশিক রায়, এবং জেলায় ছাত্রীদের মধ্যে প্রথম হেনা খাতুনকে সংবর্ধনা জ্ঞাপন করা হল।কাঁথি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশীষ পাহাড়ির নেতৃত্বে এই কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মানিত করা হয় ।

এই কৃতীদের বাড়িতে গিয়ে তাদের উত্তরীয় পরিয়ে , পুষ্পস্তবক,স্মারক, পেন মিষ্টি দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এর পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন কাউন্সিলর দেবাশীষ পাহাড়ি। উচ্চশিক্ষায় পাশে থাকার আশ্বস দেন।

এই কর্মসূচিতে কাউন্সিলর দেবাশীষ পাহাড়ির সাথে বিশ্বজিৎ দাস, তুহিন বের, অসীম জানা, মুন্না আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।
Post Views: 62





