Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

কলেজ স্ট্রীটে শারদীয় বই বাজার।

ইন্দ্রজিৎ আইচ :- শারদ উৎসবের ঠিক আগেই বাঙালী পাঠক পাঠিকা দের জন্যে আবার সুখবর। আগামী
৬ থেকে ৯ অক্টোবর ১২ টা থেকে সন্ধ্যা ৬টা অবধি অনুষ্ঠিত হবে কলেজ স্ট্রীট শারদীয় বই বাজার।

এই বিষয়ে এই বইমেলার আয়োজক বই প্রেমী সেবা সমিতির প্রধান এবং পাণ্ডুলিপির কর্ণধার শুভেন্দু মিশ্র জানালেন এই বই মেলায় যারা বই কিনতে আসবেন তারা ৪০ থেকে ৫০ শতাংশ ছাড় পাবেন, ৩০ জন নামী অনামি বই প্রকাশক এই মেলায় অংশ নেবে।

এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে কলেজ স্কোয়ার এর মেন গেটের বিপরীতে দি থিওসফিক্যাল সোসাইটিতে। এটা মহাবোধি সোসাইটির পাশে।বই কিনুন, বই পড়ুন, বই অন্যকে উপহার দিন।

Related News

Also Read