ভোট গণনার আগে জাঙ্গীপাড়ায় সকাল থেকেই উত্তেজনা।ডি এন হাই স্কুলের গণনা কেন্দ্র থেকেসিপিএম এবং আই এস এফের কাউন্টিং এজেন্টদের মেরে বের করে দেওয়ার অভিযোগ।গাড়ি ভাঙচুর।ফুরফুরা পঞ্চায়েতর প্রাক্তন প্রধান এবার জেলা পরিষদের প্রার্থী সামিম আহমেদের বিরুদ্ধে অভিযোগ।
আক্রান্তরা স্থানীয় সিপিএম অফিসে যায়।জাঙ্গীপারা হাসপাতালে যায়।কয়েকজন আহত হয়েছে ঘটনায়।
পুলিশের বিরুদ্ধেও অভিযোগ লাঠি মারার।অভিযোগ অস্বীকার পুলিশ ও তৃনমূলের।।।


Post Views: 27