শহরের ধ্রুপদী নৃত্যের জন্য নিবেদিত নৃত্য প্রতিষ্ঠান নৃত্য কুঞ্জের তত্বাধানে আগামী ২৫ মে,রবিবার, কলকাতার কালীঘাটের জোগেস মাইম একাডেমিতে “নৃত্য মেলা – ২০২৫” কলকাতার আয়োজন করা হবে ।
অনুষ্ঠানে শিল্পীরা ধ্রুপদী নৃত্য, অর্ধ্য ধ্রুপদী নৃত্য, রবীন্দ্র নৃত্য এবং নজরুল নৃত্যে অংশগ্রহণ করতে পারবেন। শিল্পীরা একক, দ্বৈত এবং দলীয় নৃত্য পরিবেশন করতে পারবেন।
অনুষ্ঠানের পরিচালনা কত্থক ও ওড়িশি নৃত্যশিল্পী মৌমিতা বিশ্বাস করছেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ক্যালিফোর্ণিয়া টেলিভিশন গ্লোবাল।

Post Views: 56