কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনীয় ২০২৫ নতুন কালা আইনের বাতিলের দাবিতে রবিবার
মানববন্ধন কর্মসূচি হলো পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রান ব্লকে
জানা গেছে দেশপ্রান ব্লকের অন্তর্গত বেশ কয়েকটি মসজিদ সহ উত্তর দারুয়া খড়কি মসজিদে জুম্মার নামাজের পর মঞ্জুর রহমান খাঁনের নেতৃত্বে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ‘ল বোর্ডের নির্দেশে চালতি দারুয়া কাঁথি মহকুমা হাসপাতাল রোডে, কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনীয় ২০২৫ নতুন কালা আইনের বাতিলের দাবিতে জুম্মার নামাজের পরে মানববন্ধন কর্মসূচি হলো।
কয়েক হাজার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সকলে ব্যানার হাতে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনীয় নতুন আইন ২০২৫ এর বাতিলের দাবি করেন। এই কর্মসূচিতে সমস্ত মসজিদের ইমাম সাহেব ও বিশিষ্ট ব্যক্তিগণের উপস্থিতি ছিল।
দেশপ্রান ব্লকের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ‘ল বোর্ডের কো-অর্ডিনেটর সেক নুর ইসলাম বলেন কেন্দ্রীয় সরকারের এই ওয়াকফ সংশোধনীয় ২০২৫ নতুন আইন সম্পূর্ণ অসংবিধানিক সংবিধান বিরোধী একটি আইন, এই আইনের মাধ্যমে দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষের দেওয়ার ধর্মীয় চর্চায় ব্যবহারের জন্য, এই সম্পত্তিকে হস্তান্তর করার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার তার তীব্র বিরোধিতা করছি, দেশের সংবিধান ও সম্প্রীতি রক্ষার স্বার্থে আমাদের আন্দোলন চলবে, অবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে এই কালো আইন বাতিল করার দাবি জানাই।