রামনবমীর দিন নন্দীগ্রামে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী কাঁথিতে হিন্দু সমাবেশের কথা ঘোষণা করেছিলেন । রবিবার কাঁথি রেল স্টেশন সংলগ্ন এলাকায় সমাবেশের জায়গা ঘুরে দেখেন কাঁথির বিজেপি বিধায়ক অরূপ দাস ,বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা নেতৃত্ব চন্দ্রশেখর মন্ডল সহ বিজেপি নেতৃত্ব । উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার তৃণমূল কাউন্সিলার সুবল মান্না ।

জানাগিয়েছে সভার জন্যে মহকুমা প্রশাসনের কাছে সভার অনুমোতি চেয়ে আবেদন করেছে আয়োজকরা।
আয়োজক সনাতনী সংস্কার উন্নয়নী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে এই সমাবেশ উপলক্ষ্যে হোমযজ্ঞ পুজাপাঠের আয়োজন করা হয়েছে । সমাবেশে পুরীর দয়িতাপতি,যোগগুরু রামদেব ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজী উপস্থিত থাকার কথা ।
Post Views: 55





