দক্ষিণ-পূর্ব রেলওয়েতে অস্বাভাবিকভাবে দেরীতে ট্রেন চলার প্রতিবাদ সহ ট্রেন চলাচলের নানান অব্যবস্থা দূরীকরণের দাবিতে আজ এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের পক্ষ থেকে রেলের জেনারেল ম্যানেজারের নিকট ডেপুটেশন ও ১০ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি পেশ করা হয়। দাবীগুলি হল-
১। রেলের সময় সারণি মেনে সমস্ত ট্রেন চালাতে হবে।
২। আগাম ঘোষণা না করে, গুরুত্বপূর্ণ কারণ ছাড়া হঠাৎ করে কোন ট্রেন বাতিল করা চলবে না।
৩। প্যাসেঞ্জার ট্রেনের প্রয়োজনীয় চরিত্র না পাল্টে কেবল এক্সপ্রেস ট্রেনের তকমা লাগিয়ে বর্ধিত ভাড়া আদায় বন্ধ করতে হবে।
৪। রেলের সার্বিক বেসরকারিকরণের যাবতীয় পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে।
৫। যাত্রী সুবিধার্থে প্রতিটি স্টেশনে নিঃশুল্ক পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা করতে হবে।
৬। বেলদা, বালিচক, পাঁশকুড়া প্রভৃতি রেলস্টেশনের কাছাকাছি জনবহুল এলাকার রেল গেট / লেভেল ক্রসিংগুলির উপর দিয়ে অবিলম্বে ফ্লাই-ওভার (রোড ওভার ব্রিজ) বা রোড আন্ডার ব্রিজ নির্মাণ করতে হবে।
৭। বেলদা-দিঘা নতুন রেল লাইন স্থাপন করতে হবে।
৮। ঝাড়গ্রাম, হলদিয়া বা দিঘা থেকে খড়গপুর / হাওড়ার সাথে সংযোগকারী ট্রেনের সংখ্যা বাড়াতে হবে।
৯। গুরুত্বপূর্ণ স্টেশনগুলির দু’দিকে বুকিং কাউন্টার এবং প্রতিটি প্ল্যাটফর্মে লিফ্ট এবং/অথবা এস্কেলেটারের ব্যবস্থা করতে হবে।
১০। লোকাল ট্রেনের ভেতরের ডিসপ্লে বোর্ডে এবং মাইকে সেই ট্রেনের বিভিন্ন অবস্থানের / পরবর্তী যে স্টেশনে ট্রেন দাঁড়াবে তার সংবাদ ভেতরের যাত্রীদের কাছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা ছিল, যাত্রী সুবিধার্থে সমস্ত ট্রেনে তার পুনঃপ্রবর্তন করতে হবে।
দলের রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মন্ডলের নেতৃত্বে ওই ডেপুটেশন দেওয়া হয়। তরুনবাবু ছাড়া প্রতিনিধিদলে ছিলেন জৈমিনি বর্মন, গৌরীশঙ্কর দাস,কনিকা ধাড়া ও সুনীল জানা। জেনারেল ম্যানেজার সময় সারণী মেনে ট্রেন না চালানোর পেছনে কতকগুলি বাস্তব সমস্যার দিক তুলে ধরেন। এগুলি সমাধানে তিনি যে সব পরিকল্পনা নিয়েছেন সেগুলি ব্যাখ্যা করে তার রূপায়ণে যাত্রী সাধারণ সহ সমস্ত মানুষের সহযোগিতা কামনা করেন। প্রতিনিধিদলের পক্ষ থেকে সম্ভাব্য সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। তিনি অন্যান্য দাবিগুলিও সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।নেতৃবৃন্দের পক্ষ থেকে জানানো হয় অবিলম্বে ট্রেন লেট সমস্যা সমাধান না করা হলে আগামী ২৭ শে ফেব্রুয়ারি খড়গপুর ডি.আর.এম.’র নিকট বিক্ষোভ-ডেপুটেশন দেবে রেল যাত্রীরা।
