Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

মৃতের পরিবারের পাশে উত্তম বারিক

তৃণমূল নেতার মৃত্যুতে সমবেদনা জানালেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন জেলা সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক।

সোমবার সকালে  পূর্ব মেদিনীপুর জেলা এগরা ১ ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের সিঁদুরিয়া গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার হয় শীপুর গ্রামের বাসিন্দা তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্যা অঞ্জনা বিশালের স্বামী আশিস বিশাল (কচি) এর মৃতদেহ। তারপরেই শুরু হয় রাজনৈতিক তর্জা। তার স্ত্রী অঞ্জনা বিশাল এবং পুত্র দাবি করেছে  খুন করা হয়েছে। সোমবারই মৃতদেহ উদ্ধারের পাশাপাশি সন্দেহভাজন নান্টু কর ও নসিবকে আটক করেছিল পুলিশ। জিজ্ঞাসাবাদের পর নসিবকে ছেড়ে দিলেও নান্টু করকে গ্রেপ্তার করে পুলিশ।

আশিস বাবু মৃত্যুর খবর পেয়েই তাঁর বাড়িতে হাজির হন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক। শোকসন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন। যাতে নিরপেক্ষ তদন্ত হয় তার জন্য তিনি পুলিশকেও জানাবেন বলে জানিয়েছেন।

উত্তমবাবুর সঙ্গে গিয়েছিলেন এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, সহ-সভাপতি সত্য চক্রবর্তী, প্রভুপদ দাস সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। ফোনের মাধ্যমে সমবেদনা জানিয়েছেন  এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। তিনিও আশ্বাস দিয়েছেন পরিবারের পাশে থাকার। সোমবার সন্ধ্যায় ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে নিয়ে এলে শেষকৃত্য সম্পন্ন হয় গ্রামেরই শ্মশানে। শেষ কৃত্যের সময় বহু মানুষের জমায়েত হয়।

Related News

Also Read