প্রদীপ কুমার সিংহ
স্কুলেই এবার ক্রিকেট শিক্ষার প্রশিক্ষণ শিবির বারুইপুরে। দক্ষিন ২৪ পরগনার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বারুইপুরে বলরামপুরে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ গার্গী মেমোরিয়াল ইন্সটিউট টেকনোলজি অন্তর্গত রোড আইল্যান্ড পাবলিক স্কুলের পড়ুয়াদের জন্য বৃহস্পতিবার জয় ক্রিকেট একাডেমির শুভ সূচনা হল। বারুইপুরের ছেলে তথা ক্রিকেট কোচ জয় ক্রিকেট কোচিং একাডেমি সাথে স্কুল কতৃপক্ষের এ বিষয়ে মৌ চুক্তি হয়েছে। স্কুলের পড়ুয়াদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

ইতিমধ্যেই জয় ক্রিকেট কোচিং ক্যাম্পের বেশ কিছু ছেলেরা বাংলা ও দেশের একাধিক জুনিয়র দলে খেলছে। বর্তমানে ভারতীয় দলের বহু খেলোয়াড় এমন রয়েছেন যারা ছোট ছোট শহর থেকে উঠে এসেছেন। তাই বারুইপুর থেকেও যে আগামীদিনে রাজ্য বা জাতীয় স্তরে খেলোয়াড় উঠে আসতে পারে বলেই মনে করেন উদ্যোক্তারা।

পাশাপাশি যুব সমাজ খেলাধুলা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মোবাইল, নেশায় আশক্ত হয়ে যাচ্ছে, সেই পথ থেকে খেলাধুলায় ফিরিয়ে আনতেও স্কুলের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্যোক্তারা বলে এই শিবির প্রতিদিন চালু থাকবে। ১৩ বছর ১৫ বছর স্টুডেন্টদের এই শিবিরে অংশগ্রহণ করবে।





