Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম দিন উদযাপন

ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াই-সংগ্রামের মাধ্যমে পশ্চিমবঙ্গ তৈরীর দিন। পশ্চিমবঙ্গ মানে গৌরব, সংস্কৃতি আর আত্মত্যাগ। ড. শ্যামাপ্রসাদ মুখার্জি সেই গৌরবের স্থপতি।

সেই উপলক্ষে ২০ শে জুন ‘পশ্চিমবঙ্গ দিবসে’ কাঁথি সাংগঠনিক জেলার কাঁথি নগর মণ্ডলের পক্ষ থেকে কাঁথি সাংসদ কার্যালয়ে ড.শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও ম্যাল দান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো।

শ্রদ্ধা জ্ঞাপনে অংশ গ্রহণ করেন প্রাক্তন সাংসদ বর্ষীয়ান রাজনৈতিবিদ ও কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী শিশির অধিকারী , দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস, কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ড. চন্দ্র শেখর মন্ডল,

কাঁথি নগর মণ্ডলের সভাপতি রামচন্দ্র পণ্ডা, অসীম মিশ্র, নবীন প্রধান, বনশ্রী মাইতি, তাপস দলাই, ধীরেন্দ্র নাথ পাত্র, চন্দন মন্ডল, প্রভাকর চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তা বৃন্দ।

Related News

Also Read