কেকা মিত্র
কলকাতা মানেই বিনোদনের শহর। সামনেই শীতকাল। আমাদের এই কলকাতায় নাটক, যাত্রা, নাচ,গান বাজনা, আবৃত্তি, আর্ট, সার্কাস সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সবসময় চলতেই থাকে। কিন্তু সব থেকে বড় জমজমাট উৎসব বলতেই
( KIFF )। আর মাত্র কিছু দিনের অপেক্ষা।তারপর শুরু হয়ে যাবে
বিশ্ব সিনেমার উৎসব। অর্থাৎ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫।

এবার এই উৎসব শুরু হচ্ছে ৬ থেকে ১৩ ই নভেম্বর ২০২৫ পর্যন্ত। আজ রবীন্দ্র সদনে এক সাংবাদিক সম্মেলনে
মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন এবারের এই উৎসবের উদ্বোধন হবে ধনধান্য অডিটরিয়ামে। উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে টালিগঞ্জের সকল কলাকুশলী ও দেশ বিদেশের চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত প্রযোজক, পরিচালক থেকে সকল কলা কুশলী। উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হবে মহানায়ক উত্তম কুমার এবং মহা নায়িকা সুচিত্রা সেন অভিনীত সপ্তপদী ছবিটি।
আগামী ৬ নভেম্বর ধনধান্য অডিটরিয়ামে দেখানো বিকেল ৫’৩০ টায় এই ছবিটি। আবোহ পরিবর্তন নিয়ে অন্যান্য দিন দেখানো হবে ৪ টি ছবি। এছাড়া দেখানো হবে পরিবেশ নিয়ে ছবি।
১৮৫ টা ছবি, ৩০ টি ডাকুমেন্ট্রি ।
সব মিলিয়ে ৩৯ টি দেশের মোট ২১৫ ছবি দেখানো হবে। ১৮ টি ভারতীয় ভাষায় ও ৩০ টি ফরেন ল্যাংগুয়েজ সিনেমা এবার দেখানো হবে।

মোট ২০ টা জায়গায় এই উৎসবের ছবি দেখানো হচ্ছে। তারমধ্যে নন্দন ১,২,৩, রবীন্দ্র সদন , শিশির মঞ্চ , রবীন্দ্র ওকাকুরা ভবন, সিনেমা সেন্টেনারি ভবন, নজরুল তীর্থ ১ ও ২, নবিনা সিনেমা, বিনোদিনী থিয়েটার ( স্টার থিয়েটার ), মেনোকা সিনেমা, পি ভি আর: মনি স্কোয়ার মল অডিও ২, আইনক্স কোয়েস্ট মল অডিও ১, আইনক্স সাউথ সিটি অডিও ২, এস এস আর গ্লোবাল সিনেমা অডিও ২, নিউ এম্পায়ার সিনেমা এবং প্রাচী সিনেমা। সহ আরো অনেক জায়গায়। সারা পৃথিবী তে ১৮২৭ টা ছবি থেকে ২১৫ টা বেছে নেওয়া হয়েছে এই উৎসবের ছবি হিসাবে দেখানো হবে প্রখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ উপলক্ষে দেখানো হবে কোমল গান্ধার, সুবর্নরেখা, তিতাস একটি নদীর নাম সহ বেশ কিছু ছবি। সেই ছবি গুলো পরিচালনা করেছিলেন প্রয়াত বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক।
সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন জানালেন বেঙ্গলি প্যানারমা তে ৭ টি ছবি দেখানো হবে। বেস্ট ডিরেক্টর, সেরা ছবি এছাড়া হীরালাল সেন নামাঙ্কিত পুরস্কার ক্যাশ টাকা, রয়েল বেঙ্গল টাইগার ট্রফি দেওয়া হবে। প্রতিদিন থাকবে সিনে আড্ডা। এবার সেই আড্ডায় নতুন সংযোজন হলো “গানে গানে সিনেমা” নিয়ে বিভিন্ন সঙ্গীত শিল্পীদের আড্ডা , আলোচনা এবং গান। এছাড়া
সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার, পলিস সিনেমা নিয়ে সেমিনার, গুরু দত্ত র জীবন ও তার সিনেমা নিয়ে আলোচনা, মাস্টার ক্লাস, ভবিষ্যতের সিনেমায় এ এই এর ব্যবহার, ঋত্বিক ঘটকের ছবি, তাঁকে নিয়ে আলোচনা, তাকে নিয়ে নন্দনে প্রদর্শনী, গগনেন্দ্রো প্রদর্শনী শালায় প্রদীপ কুমার, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রবার্ট আল্টম্যান, সাম পেকিনপাহ, রিচার্ড বার্টন ও উইজচেচ হস এর বিভিন্ন ধরনের ছবির প্রদর্শনী চলবে উৎসবের সাত দিন। সব মিলিয়ে জমে উঠতে চলেছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ( kiff )। আজ সাংবাদিক সম্মেলনে এই উৎসব সম্পর্কে বক্তব্য রাখেন উৎসব অধিকর্তা
আই এন্ড সি এর ডিরেক্টর
জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক, অভিনেত্রী জুন মালিয়া, পরিচালক হরনাথ চক্রবর্তী। আজ উৎসবের লোগো, গোল্ডেন টাইগার এ্যাওয়ার্ড, উৎসবে ছবির তালিকা উদ্বোধন করেন মঞ্চে সকল অতিথিরা। স্পেশাল ট্রিবিউট থাকছে রবার্ট রেডফোর্ড, ক্লডিয়া কার্ডিনাল, ডেভিড লাঞ্চ, শ্যাম বেনেগাল, অরুন রায়, রাজা মিত্র এবং শশী আনন্দ প্রমুখদের।
৩১ তম এই কিফ উৎসবে
কম্পিটিশন সেকশনে আছে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে
ইনোভেশন ইন মুভিং ইমেজেস
এ থাকছে সেরা ছবি, সেরা ডিরেক্টর। কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাংগুয়েজ ফিল্মস এ বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর।
এশিয়ান সিলেক্ট , বেঙ্গলি প্যনোরমা , ইন্ডিয়ান শর্ট ফিল্মস,
ইন্ডিয়ান ডকুমেন্টারি ফিল্মস।
যেহেতু এবারের ফোকাস কান্ট্রি
পোল্যান্ড তাই দেখানো হবে ১৯ টা পোল্যান্ডের সিনেমা।





