বুধবার গভীর রাত্রে মালবাজার মহকুমার নাগ্রাকাটা ব্লকের চাপরামারি জঙ্গলে ট্রেনে কাটা পড়ল এক অন্তঃসত্ত্বা হাতি। পেটে বাচ্চা নিয়েই ট্রেনের ধাক্কায় ঘটনা স্থলেই মারা গেছে হাতিটি।
চাপরামারি জঙ্গলের মাঝখান দিয়ে যাবার সময় মাল ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে অন্তঃসত্ত্বা হাতির। ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছায় বনদপ্তর। বনদপ্তর সূত্রে জানা যায় মা হাতি ও তার পেটে থাকা শাবকের ময়না তদন্তের পর দাহ করা হবে।
বুধবার রাত ২: ৫০মিনিট নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে
Post Views: 29