Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

শিল্পনগরীর প্লাস্টিক বস্তা বোঝাই গোডাউনে ভয়াবহ আগুন


পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ড ঘটলো।ঘটনায় এখনো অবধি কোন হতাহতের খবর পাওয়া না গেলেও,আগুন নিয়ন্ত্রনে আসেনি।আগুনের প্রচন্ড তীব্রতায় ব্রজলাল চক থেকে চৈতন্যপুর রাজ্য সড়কের উপর দিয়ে চলাচল করা যাচ্ছে না।

বৃহস্পতিবার দুপুরে চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতের এলাকাধীন ডালিম্মচক কলতলাতে একটি বর্জ্য পদার্থের গোডাউনে আগুন লাগে ।দুর্ঘটনার খবর পেয়েই সেখানে দমকলের দুটি ইঞ্জিন এবং একটি বালির গাড়ি।ঘটনাস্থলে ভবানীপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গেছেন।



হলদিয়া ব্রজলালচক থেকে চৈতন্যপুর রাজ্য সড়কের পাশেই এই গোডাউন । এলাকাবাসী সুত্রে জানা যাচ্ছে আগুনের তীব্রতা এতটাই যে রাস্তার উপর দিয়ে বাস বা অন্যান্য যানবাহন যেতে পারছে না । কি ভাবে আগুন লাগলো তা নিয়ে তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ।

সূত্রের খবর ওই জায়গাতে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ থাকতো ।ফলে কোন ভাবে আগুন লাগতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে,আগুনের এখনো নিয়ন্ত্রণে আসেনি। দুটি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজে লেগেছেন ।

Related News