ভ্রাতৃদ্বিতীয়ার সন্ধ্যা কাঁথির বাসিন্দা চার কৃতিকে সম্মানিত করলো রাজদূত ব্যায়ামাগার।উল্লেখ্য প্রতি বছর শ্যামা পূজার সময় কাঁথির কয়েকজন গুনিজনকে সম্মানিত করে আসছে ব্যায়ামাগার।

সমগ্র মেদিনীপুর জেলার ক্রীড়া জগতে অতিপরিচিত নাম বাদু ওরফে সমরেন্দ্র রায়।কলকাতা রেফারি এসোসিয়েশানের প্রশিক্ষন প্রাপ্ত রেফার সমরেন্দ্র রায় (বাদু) তিন দশকের বেশী সময় ধরে অত্যন্ত সফলতার সাথে মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন মাঠে ফুটবল খেলা পরিচালনা করেছেন যোগ্যতার সাথে।এবার তাঁকে সম্মানিত করলো রাজদূত ব্যায়ামাগার।

কাঁথি কিশোরনগরের বাসিন্দা ড: সুবোধ কুমার সাউ প্রাথমিক স্কুলের শিক্ষক হয়েও বায়ো এনার্জির উপরে তাঁর গবেষনা সারা দেশের মানুষকে উপকৃত করেছে।এদিন সন্ধ্যায় সম্মান জানানো হয় তাঁকেও।
কাঁথি আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটার মঞ্জুর রহমান খান।আইনী পরিষেবা প্রদানের পাশাপাশি একটি সমাজসেবা মুলক প্রতিষ্ঠান গড়ে নানা ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অসহায় মানুষদের।তাই মঞ্জুর রহমান খানকেও সম্মানিত করলো রাজদূত ব্যায়ামাগার।

প্রায় তিন দশক ধরে গ্রামীন সাংবাদিকতার সাথে যুক্ত করকুলির বাসিন্দা অনিন্দ্য জানা।নিজের সাপ্তাহিক পত্রিকার মাধ্যমে প্রত্যন্ত গ্রামের মানুষজনের আনন্দ-সুখ-দু:খের কথা তুলে ধরেন।সেই সাথে সারা বছর ধরে গরিব মানুষদের বিভিন্ন ভাবে সহায়তাও করেন অনিন্দ্য বাবু।রাজদূত ব্যায়ামাগার সম্মান প্রদান করলো তাঁকেও।

অনুষ্ঠানে সকল গুনীজনের হাতে উত্তরীয়,মানপত্র ও মিস্টি তুলে দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করা হয়।তাঁরাও রাজদূত ব্যায়ামাগারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।





