শুক্রবার সকাল ন’টা থেকে ১১ টা পর্যন্ত সরকারি হাসপাতালের আউটডোরে রোগী দেখার সময়।আর সেই সময় হাসপাতাল ছেড়ে ডাক্তার প্রাইভেটে রোগী দেখছেন। আর সেই সময়ে আউটডোরে রোগীদের লম্বা লাইন।এ ছবি পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে।
সরকারি ডাক্তার চর্মরোগ বিশেষজ্ঞ এম পি আহমেদ। তিনি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার।সকাল ন’টা থেকে এগারোটা পর্যন্ত আউটডোরে রোগী দেখার সময় নির্দিষ্ট ছিল।কিন্তু সেই ডাক্তার সরকারি হাসপাতালে রুগিদের চিকিৎসা না করে সেই সময়ে প্রাইভেটে চেম্বার করছিলেন ।হাসপাতালের আউটডোরের সামনে রুগিদের লম্বা লাইন।ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন রুগিরা কিন্তু দেখা নাই ডাক্তারের।
রোগীদের থেকে ঘটনাটা জানতে পেরে সাংবাদিকেরা প্রাইভেট চেম্বারে যেতেই অভিযুক্ত চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার ছুট দিল হাসপাতালে নেই।সাংবাদিকদের প্রশ্নের কোন উত্তর না দিয়েই ছুট লাগালেন। সরকারি ডাক্তার সরকার নির্ধারিত সময়ে হাসপাতালে পরিষেবা না দিয়ে প্রাইভেটে চেম্বার করছেন,অথচ তার বিরুদ্ধে কোন ব্যাবস্থাই নিচ্ছেনা প্রশাসন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।