প্রদীপ কুমার সিংহ :- সোনারপুরের তিন ডাকাতকে গ্রেফতার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার মিসেস পুষ্পা এক সাংবাদিক বৈঠক করে বলেন সোনারপুর থেকে উদ্ধার হয়েছে প্রচুর সোনার গহনা। প্রায় আটশো গ্রাম সোনা উদ্ধার। যার বাজার মুল্য ৪২ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার এক স্বর্ণ ব্যবসায়ী। তার পাটুলিতে সোনার দোকান ও সোনারপুরের মালঞ্চ এলাকার বাড়িতে তল্লাশি চালিয়ে এই চোরাই সোনা উদ্ধার করে পুলিশ।
ধৃতের নাম বঙ্কিম কর্মকার। ১০ ই অক্টোবর সোনারপুর এলাকা থেকে ধরা পড়ে ৩ ডাকাত। তাদের নাম মুজিবর মন্ডল, সাইফুদ্দিন মন্ডল ও শঙ্কর দাস। তাদের জিজ্ঞাসাবাদ করে স্বর্ণ ব্যবসায়ী বঙ্কিম কর্মকারের খোঁজ মেলে ও চোরাই সোনার হদিস পাওয়া যায়।
এসপি আরো বলেন বঙ্কিম কর্মকার চোর এবং ডাকাতের কাছ থেকে চোরাই সোনার গহনা কিনতো।ধৃতকে আজ বারুইপুর আদালতে পেশ করা হয় ধৃত ব্যক্তিকে বারুইপুর মহকুমা আদালতের বিচারক ১৪ দিনে জেল হেফাজতে থাকার নির্দেশ দেন।