মেদিনীপুরের বাসিন্দাদের মঙ্গল কামনায় প্রতিবেশী রাজ্য উড়িষ্যার চন্দনেশ্বরর বিখ্যাত শিব মন্দিরে পুজা দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী জুন মালিয়া।
বৃহস্পতিবার ছিলো চন্দনেশ্বর শীব মন্দিরের নীলের বার। সেই উপওলক্ষ্যে এদিন মন্দিরে পুজা দিতে গিয়ে নিজের নির্বাচনী কেন্দ্রের বাসিন্দা সকল মানুষের মঙ্গল কামনায় পুজো দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া।
Post Views: 21