প্রদীপ কুমার সিংহ
হঠাৎ ইলেকট্রিক ট্রান্সফরমার উপর আগুন লেগে যায় দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে তা নিভিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর পূর্ব উকিলপাড়া সোনালী সংঘের সামনে একটি ইলেকট্রিক এর ট্রান্সফরমার ছিল সেখানে। স্থানীয় বাসিন্দারা জানান সোমবার রাতে ঝড়-বৃষ্টি হওয়ায় ফলে সোনালী সংঘের সামনের ইলেকট্রিকের ট্রান্সফরমার ইলেকট্রিকের পোস্ট ছিল। সেই পোষ্টের উপরে হাই টেনশন এর ইলেকট্রিক লাইন ছিল। সেই হাই টেনশনের ইলেকট্রিকের তার হঠাৎ দাউ দাউ করে জ্বলতে আরম্ভ করে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা প্রথমে বিদ্যুৎ দপ্তরে কর্মীদের ও দমকল দপ্তরের খবর দিলে দমকলের বিভাগের কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে এসে সেই আগুন প্রায় ৪০ মিনিটে চেষ্টায় নিভায়।

তবে ইলেকট্রিক পোস্টে পাশে মানুষের ঘন বস্তুতি ছিল। সেখানে আগুন ছড়িয়ে পড়লে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। দমকল বিভাগের কর্মীদের তৎপরতায় সেই আগুন নিভিয়ে দেওয়া হয়। দমকল দপ্তরের আধিকারিক ও বিদ্যুৎ দপ্তরে আধিকারিকরা মনে করছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে।





