Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

এগরার সাহাড়ায় বিধায়ক তরুণ মাইতির উন্নয়ন পাঁচালী পর্যবেক্ষণ 

মুখ্যমন্ত্রী সদ্য প্রকাশিত ‘উন্নয়নের পাঁচালি’তে বাংলার গৌরবোজ্জ্বল ১৫ বছরের খতিয়ানে সার্বিক অগ্রগতির রিপোর্ট কার্ডের উপর ভিত্তি করে সরকারি কাজের অগ্রগতি পর্যবেক্ষণে নামলেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি। শনিবার তিনি তার এলাকার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকের সাহাড়া অঞ্চলে বিভিন্ন গ্ৰাম ঘুরে দেখেন।

তিনি মূলত এলাকার মানুষের বিভিন্ন দাবি-দাওয়া, রাস্তাঘাট নির্মাণ ও মেরামত সহ অন্যান্য সরকারি কাজের অগ্রগতি সরেজমিনে প্রত‍্যক্ষ করেন।মুখ্যমন্ত্রী ঘোষিত ‘উন্নয়নের পাঁচালি’-তে উল্লেখিত জনকল্যাণমূলক প্রকল্প এবং পরিকাঠামো উন্নয়নের কাজগুলি কতটা বাস্তবায়িত হয়েছে তা দেখেন। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ এবং সরকারি পরিষেবা প্রাপ্তিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, তা জানেন। রাস্তাঘাট ও পানীয় জলের মতো গুরুত্বপূর্ণ নাগরিক পরিষেবাগুলির মান ও অগ্রগতি পর্যালোচনা করেন। পর্যবেক্ষণ ও পর্যালোচনার পাশাপাশি জনসংযোগে রাজ্যের সার্বিক উন্নয়ন বার্তা তৃণমূল স্তরে পৌঁছে দিতে উদ্যোগী হন। সঙ্গে ছিলেন দলের অঞ্চল সভাপতি স্বপন সিনহা, যব নেতা সুদীপ্ত বাগ,প্রাক্তন উপপ্রধান মিলনদে সহ শাখা সংগঠনের নেতৃত্বগন।

Related News

Also Read