ডি আর এস সি কাপ খেলার সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর রামনগর -১ ব্লকের দুর্গাপূর জল ট্যাংক পার্শ্বস্থ ময়দানে দূর্গাপুর রেড স্টার ক্লাবের পরিচালনায় ২ দিন ব্যাপী শর্ট -টু -লং বলের ক্রিকেট টুর্নামেন্ট এর সূচনা হলো শনিবার। এই সংস্থা ২০২৪ এ পথ চলা শুরু করেছিল। প্রথম বর্ষের এই প্রতিযোগিতা ১৫ ফেব্রুয়ারি এবং ১৬ ফেব্রুয়ারি দুদিন ধরে চলবে। উদ্বোধনী অনুষ্ঠান স্বর্গীয় নিত্য গোপাল জানা স্মৃতি মঞ্চে হল। পতাকা উত্তোলন করে ফিতা কেটে এবং ব্যাট করে খেলার সূচনা করলেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। বিধায়ক সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই সংস্থার প্রয়াসকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। সংস্থার সম্পাদক জাবেদ খান জানানএই টুর্নামেন্টে ৮ টি দল অংশ গ্রহন করেছে। প্রত্যেকদিন চারটি করে দল খেলবে, ১৬ ই ফেব্রুয়ারি চূড়ান্ত পর্যায়ের খেলা।
এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার ট্রফি সহ ১০ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার ট্রফি সহ ৬ হাজার টাকা। এই সংস্থার মুখ্য উপদেষ্টা আশাবুল খান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এটি একটি নতুন ক্লাব তিন চার মাস আগে পথ চলা শুরু করেছে প্রথম বর্ষের খেলা। এই মাঠে লং ক্রিকেট প্রতিযোগিতা করানো যেত কিন্তু একটু ভুলের জন্য শর্ট টু লং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আগামী বছর থেকে বড় মাপের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করবে বলে তিনি আশাবাদী। এই টুর্নামেন্ট ২ দিন ধরে চলবে। প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার সহ ম্যান অফ দা ম্যাচ, ম্যান অফ দা সিরিজ, ফাইনাল ম্যাচে ম্যান অফ দা ম্যাচ, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার সহ বহু পুরস্কার থাকছে। এই শুভ সূচনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি, উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র, উপস্থিত ছিলেন রামনগর-১ খাদ্য কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম, উপস্থিত ছিলেন রামনগর -১ পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও দুর্গাপুর রেড স্টার ক্লাবের সমস্ত সদস্য বৃন্দ।
