ময়নায় অভিমানে দল থেকে দূরে সরে থাকা কর্মীদের ফের স্রোতে ফেরানর কাজ শুরু করলেন তৃনমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ।শনিবার ময়নার আসনান বাজারে কর্মী সভা ও জন সংযোগ
যাত্রা করেন কুনাল ঘোষ।সেই কর্মসূচী চলাকালীন এই উদ্যোগ নেন কুলান।প্রসঙ্গত বিগত কয়েক বছরে বিজেপির প্রায় দূর্গ হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলা ময়না ।
তৃনমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে দোকান – দোকান,বাড়ি – বাড়ি ঘুরে জন সংযোগ করছিলেন।সেই সময়ে কয়েক জন পুরানো তৃনমূল
কর্মী তাঁকে ঘিরে ধরেন। দলের সেই পুরানো কর্মীরা অভিযোগ করেন করেন পঞ্চায়েতে টাকার বিনিময়ে টিকিট বিক্রী করা হয়েছে। সেই সাথে তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন স্থানীয় নেতাদের
আচরনের কারনে তাঁদের দূরে সরে থাকা।
কুনাল ঘোষ সেই মানুষ গুলোকে টিকিট নিয়ে তাঁদের ভুল ধারনা ভাঙ্গান।পাশাপাশি স্থানীয় নেতৃতদের সাথে কথা বলে বিবাদ মেটানোর চেষ্টা করেন।সেই সাথে তৃনমূলের তমলুক সাঙ্গগঠনিক জেলা
নেতৃত্বের সাথে কথা বলেন।স্থানীয় নেতৃত্বের আচরনের নিন্দা করেন।সেই খানে দাঁড়িয়েই দুই পক্ষের বিবাদ মেটান।এরপরেই অভিমানে দল থেকে দূরে সরে থাকা পুরানো কর্মীরাও তাঁর সাথে জনসংযোগ
যাত্রায় পা মেলান।এমন কি কর্মী সভাতেও উপস্থিত ছিলেন তাঁরা। বিজেপিকে রুখতে দলের নতুন পুরানো সকল স্তরের কর্মীদের এক জোট হয়ে দলীয় পার্থীর সমর্থনে লড়াই করার আহ্বান জানান কুনাল
আরো সংবাদের জন্যে নীচের লিংক গুলোতে ক্লিক করুন👇
https://www.facebook.com/neelushik?mibextid=ZbWKwL
https://youtube.com/@ekhansangbad5105
সংবাদ // বিজ্ঞাপন – এর জন্য যোগাযোগ করুন – ৭০০১৯৮১০২৬ , ৯৯৩২৪৫০৫৪৫