আচমকাই দুর্গাচকে বাসে আগুন। সোমবার বিকেলে হলদিয়ার দুর্গাচক বাসস্ট্যান্ডে একটি বাস থেকে গল গল করে ধোঁয়া উড়তে থাকে ।হলদিয়া- মেদিনীপুর বাস থেকে হঠাৎ ধোঁয়া বের হয় ।কালো ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে এলাকাবাসী ।বাস থেকে যাত্রীরা নেমে আসে ।ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন ।দমকলের চেষ্টায় বাসের ভেতরে আগুন নিয়ন্ত্রণে আসে। বড়সড় কোন দুর্ঘটনা ঘটেনি ।
প্রাথমিক তদন্তি জানা যায় ,বাসটির ইঞ্জিনের গিয়ার বক্সে আগুন লেগে যায় । আগুন ছড়িয়ে পড়ার আগেই দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনে ।

Post Views: 16