প্রদীপ কুমার সিংহ :- খুনের ২৪ ঘন্টার মধ্যে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করল। ধৃত ব্যক্তির নাম আজাদ সরদার। বাড়ি বারুইপুর থানার অন্তর্গত মাদারাট পঞ্চায়েতের মাজেরহাটে এলাকায়।
পুলিশ সূত্রে খবর মঙ্গলবার গভীর রাতে বারুইপুর কোর্টের উকিল সঞ্জয় মিত্র খুন হয় মাজেরহাট এলাকায়। বুধবার সকালে বারুইপুর থানার পুলিশ তার বাড়িতে খবর দেয়।
সঞ্জয় মিত্রের বাড়ি থেকে পাঁচ মিনিট দূরে মাজেরহাট এলাকায় একটি পানাপুকুরে তার দেহ পড়েছিল। বুধবার সকালে এলাকার একজন মানুষ দেখে বারুইপুর থানায় খবর দিলে বারুইপুর থানার পুলিশ গিয়ে সেই দেহ থেকে উদ্ধার করে এবং সঞ্জয় মিত্রের বাড়ি থেকে খবর দেয়।
সঞ্জয় মিত্রে বাড়ি থেকে বুধবার বারুইপুর থানায় একটি খুনের অভিযোগ জানায়। পুলিশ সেই মোতাবেক তদন্ত করে বুধবার রাত্রে মাঝেরহাট থেকে আজাদ সরদার নামে একজনকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর আজাদ সরদার এই খুনের মূল অভিযুক্ত। বারুইপুর থানার পক্ষ থেকে আজাদ সর্দারকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে তোলে এবং আদালতে বিচারকের কাছে নিজেদের হেফাজতে নেয়ার জন্য আবেদন জানায়।কারণ এর খুনের সঙ্গে আরো কারা জড়িয়ে আছে তার তদন্ত করার জন্য।
পুলিশের সন্দেহ আজাদ সর্দার একা এই কাজ করেনি এর পিছনে আরো মানুষ আছে। বারুইপুর মহকুমা আদালতে বিচারক মৃত ব্যক্তিকে ১২ দিনে পুলিশি হেফাজতে থাকা নির্দেশ দেন।