Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

বাধিয়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালালো বিজেপি ।

রাতের অন্ধকারে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের বাধিয়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে এমন হয়েছে । উওল্টে বাধিয়া অঞ্চলে বিজেপি প্রার্থীদের বোর্ড গঠনের সময় প্রবেশ করতে দেওয়া হয়নি বলে বিজেপির অভিযোগ ।


রামনগর এক ব্লকের অন্তর্গত বাধিয়া পঞ্চায়েতের এবার ২৭ টি আসন । এরমধ্যে ২২টি আসন তৃণমূল কংগ্রেস দখল করেছে, পাঁচটি আসন দখল করেছে বিজেপি।

বৃহস্পতিবার বাধিয়া পঞ্চায়েতের বোর্ড গঠন হয়।প্রধান-উপ প্রধান হয় তৃনমূলের। অভিযোগ এর পর গভীর রাত্রে বাধিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর পুরুষোত্তমপুর গ্রামে তৃনমূলের পার্টি অফিস ভাঙ্গচুর করা হয়।

রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি বলেন বিজেপি হতাশায় ভুগছে।রামনগর-খেজুরী সহ বিভিন্ন এলাকায় তৃনমূল কর্মী-কার্যালয়ে হামলা চালাছে।এর বিরুদ্ধে রাজনৈতিক ভাবে গন প্রতিরোধ হবে বলেও হুশিয়ারি দিয়েছেন

Related News

Also Read