‘ফিরব না পিছনে…আর অন্ধকারে…শব্দবিহীন শব্দের এই আঁধারে…এই সুরে বহুদূর’–এর মতো বেশ কিছু গানের স্রষ্টা তাপস বাপী দাস আর নেই।রবিবার এই দুঃসংবাদ দিলেন রূপম ইসলাম। বাপিদার প্রয়াণে শোকস্তব্ধ সংগীতদুনিয়া।দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন সংগীতশিল্পী। শেষ রক্ষা আর হল না। মারণ রোগই কাড়ল প্রাণ।
ফুসফুসের ক্যানসারের তৃতীয় ধাপে ছিলেন তাপস বাপী দাস। অর্থাভাব থাকায় চিকিৎসা পর্যন্ত করাতে পারছিলেন না একটা সময়। দুরারোগ্য এই ব্যাধির বিপুল খরচের কাছে একটা সময় তাঁর পরিবার যেন নতিস্বীকার করতে বাধ্য হয়।মুখ্যমন্ত্রীর কানে সেই খবর যেতেই তিনি মন্ত্রী অরূপ বিশ্বাসকে তাপস দাসের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করতে বলেন। বাংলার সংগীতশিল্পীরাও পাশে ছিলেন। তবে সেই দীর্ঘ লড়াই এবার থামল। না ফেরার দেশে চলে গেলেন ‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা।
Post Views: 15