ইন্দ্রজিৎ আইচ :- রবিবার অনুষ্ঠিত হলো ১৬ তম খিদিরপুর উৎসব । এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ও এই উৎসবের কর্ণধার রাজেশ কুমার সাউ । উৎসবে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের মালা রায়, মধ্য কলকাতার সঞ্জয় বক্সী, স্মিতা বক্সী, দক্ষিণ কলকাতার তৃণমূল যুবনেতা সায়নদেব চট্টোপাধ্যায়, পরিবহন মন্ত্রী শুভাশীষ চক্রবর্তী ৭৫ নম্বর ওয়ার্ডের নিজাম উদ্দিন সামস সহ আরো অনেক ব্যক্তি বর্গ। মঞ্চে উপস্থিত ছিলেন এই উৎসবের কনভেনর মৎসুথ খান।
এই দিন এই একদিনের উৎসবে দশ হাজার গরীব মানুষ কে বস্ত্র দান করা হয়। এছাড়া কম্বল বিতরন , খাদ্য , রেশন বিতরন, সেই সাথে রক্তদান, স্বাস্থ্য শিবির, চক্ষু শিবির, মোমবাতি , অঙ্কন , ফুচকা প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবমিলিয়ে ১৬ তম খিদিরপুর উৎসব দারুন ভাবে জমে উঠেছিলো।
