“নানুর শহীদ দিবস” উপলক্ষ্যে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় স্বেচ্ছায় রক্তদান ও চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল।পৌরসভার ১৫ নং এবং ২৬ নং ওয়ার্ড তৃনমূল কংগ্রেসের উদ্যোগে রবীন্দ্র নজরুল মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার তিনটি সংস্থা তমলুক ব্লাড ব্যাংক ,হলদিয়া মহকুমা ব্লাড ব্যাংক ও বি .সি রায় ব্লাড ব্যাংক শিবিরে রক্ত সংগ্রহ করে।
শিবিরের সূচনায় নানুর গণহত্যার ১১জন শহীদদের শহীদ বেদীতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলন করে স্বেচ্ছায সূচনা করেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল ও হলদিয়ার প্রাক্তন বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষার কান্তি মন্ডল।
এদিনের অনুষ্ঠানে রক্ত দাতাদেরকে গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা জানায় পুরপ্রধান সুধাংশুশেখর মন্ডল ও পুরপারিষদ( শিক্ষা) জয়ন্তী রায়দণ্ডপাঠ এবং অনুষ্ঠানের মুখ্য আয়োজক সেক আজিজুর রহমান প্রমূখ। অন্যান্যদের মিধ্যে ছিলেন বিধায়ক ফিরোজা বিবি,বিপ্লব রায়চৌধুরী, প্রাক্তন বিধায়ক তুষার কান্তি মন্ডল , হলদিয়া পুরসভার ভাইস চেয়ারম্যাননারায়ণ চন্দ্র প্রামাণিক প্রমুখরা।






