কাঁথি ৩ ব্লকের ঐতিহ্যবাহী বনমালীচট্টা হাইস্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হলো জল সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা ও শিক্ষামূলক আলোচনা। জলের ক্রমবর্ধমান সংকটের পরিপ্রেক্ষিতে ছাত্রদের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়।
বিদ্যালয়ের স্বাস্থ্য বিষয়ক নোডাল টিচার অজয় কুমার গিরি বলেন, “ভারতে যত পরিমাণ ভূগর্ভজল উত্তোলন হয়, তা চিন এবং আমেরিকার সম্মিলিত উত্তোলনের থেকেও বেশি। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বিপদের মুখোমুখি হতে হবে আমাদের প্রজন্মকে।” তিনি ছাত্রদের জলের সঠিক ব্যবহারের বার্তা দেন এবং জল সংরক্ষণের বাস্তবধর্মী উপায়গুলি তুলে ধরেন।
জলবাহিত রোগের প্রসঙ্গ টেনে শিক্ষক অশোক বর্মন শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “শুধু জল বাঁচালেই চলবে না, জল যাতে সুস্থ ও নিরাপদ থাকে সেদিকেও নজর রাখতে হবে।” কর্মসূচির শেষে ছাত্রদের নিয়ে জল সংরক্ষণে শপথ বাক্য পাঠ করানো হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ দেবব্রত মাইতি সকলকে ধন্যবাদ জানান ও পরিবেশবান্ধব শিক্ষা উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন।





