Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

উত্তরবঙ্গের বন্যাদুর্গতদের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহ

সাম্প্রতিক অতিবর্ষনে দার্জিলিং-জলপাইগুড়ি-কার্সিয়াং সহ উত্তরবঙ্গের ৫ জেলার বন্যাবিধ্বস্ত মানুষজনদের সাহায্যার্থে আজ এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে পাঁশকুড়া স্টেশন-কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরী-তমলুক শহর-ময়নার বলাইপন্ডা বাজার -হলদিয়ার দুর্গাচক সুপার মার্কেট-নন্দীগ্রাম প্রভৃতি স্থানে ত্রাণ কালেকশন হয়। নেতৃত্বে ছিলেন কমিটির সম্পাদক প্রণব মাইতি,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক,সুব্রত দাস,প্রদীপ দাস,জ্ঞানানন্দ রায়,চিন্ময় ঘোড়ই,অঞ্জন জানা, মধুসূদন বেরা প্রমূখ।

কমিটির সম্পাদক প্রণব মাইতি জানান,হলদিয়া তমলুক মহকুমার বিভিন্ন স্থানের ওই ত্রাণ সংগ্রহের কর্মসূচিতে শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন এবং ৮০ হাজার টাকা সংগৃহীত হয়েছে।

নারায়ন চন্দ্র নায়ক জানান,ওই বিপর্যয়ের পর থেকে উত্তরবঙ্গে দলের স্থানীয় নেতা-কর্মীরা উদ্ধারকার্য সহ যে রিলিফ ও মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে,সেই ক্যাম্পগুলিতে ওই সংগৃহীত অর্থ পাঠিয়ে দেওয়া হবে।

Related News

Also Read