জাতীয় সড়কে মারুতি-বাইক সংঘর্ষ - Ekhansangbad

Select Language

[gtranslate]
১৮ই আষাঢ়, ১৪৩২ বুধবার ( ২রা জুলাই, ২০২৫ )

জাতীয় সড়কে মারুতি-বাইক সংঘর্ষ

মারুতির সঙ্গে বাইকের সংঘর্ষে পর বাইক ছিটকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অটোর সঙ্গে ধাক্কায় ১২ জন জখম হল।

 

দুর্ঘটনাটি ঘটে দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের দইসাই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। এই ঘটনায় জাতীয় সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মরিশদা থানার পুলিশ। স্থানীয়রা আহত দের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দুর্ঘটনা গ্রস্থ গাড়ি গুলোকে আটক করে পুলিশ। আহতদের মধ্যে ৩ জন আশঙ্কাজনক বলে জানাগেছে।

Related News

Also Read

16:00