Select Language

[gtranslate]
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ রবিবার ( ২৫শে মে, ২০২৫ )

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম জুম্মাত শেখ(২২)। বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার পশ্চিমপাড়ার এলাকায়।ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত ধোপাগাছি বারুইপুর সংশোধনাগার এর কাছে। সংশোধনাগারের কাছে একটি বিল্ডিং তৈরী করার কাজ করছিল জুম্মাত তার সঙ্গে কয়েকজন বন্ধু। জুম্মা কাজ করতে করতে একটি দেওয়ালের কাছে যায় সেখানে বিদ্যুতের তার খোলা অবস্থায় ছিল তার গায়ে তারটি লেগে যায় সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়। স্থানীয় বাসিন্দারা তাকে বারুইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। একটা বেসরকারি ঠিকাদার কোম্পানিতে হয়ে কাজ করতো জুম্মাত ।এক মাস হয়েছে সেখানে মুর্শিদাবাদ থেকে কাজে এসেছে । জেলখানার কাছে একটি বিল্ডিং শ্রমিকের কাজ করতো। তার কাজের বন্ধুরা বলেন রবিবার সকালে কাজ করতে করতে একটা দেওয়ালের কাছে আসে সেখানে একটি তার খোলা অবস্থায় ছিল অসাবধানবশত সেই তার জুম্মাতের গায়ে লাগে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় । তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ও ঠিকাদার শ্রমিকরা বারুইপুর হাসপাতালে নিয়ে আসে। বারুইপুর থানার খবর গেলে বারুইপুর থানা পুলিশ তার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। জুম্মাতের এই অস্বাভাবিক মৃত্যুর জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

Related News

Also Read

02:52