Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

বাদলপুর এলাকার তাজপুর থেকে বিশালাকৃতির কেউটে সাপ উদ্ধার হলো

রামনগর থানা এলাকার বদলপুর গ্রাম পঞ্চায়েতের তাজপুর থেকে বিশালাকৃতির কেউটে সাপ উদ্ধার করলো শংকর পুর বন দপ্তর । বৃহস্পতিবার সকালবেলায় পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার বাদলপুর অঞ্চলের তাজপুর থেকে উদ্ধার হয় কেউটে সাপটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,এদিন সকালে তাজপুর এলাকা থেকে ভয়ঙ্কর বিষধর কেউটে সাপটি উদ্ধার করে শংকর পুর বন দপ্তরের অফিসার বৃন্দ। কেউটে সাপটিকে একাকার মানুষ দেখতে পেয়ে বন দপ্তর কে ফোন করে। তারপর ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।এই ঘটনার পর সাপটিকে না মেরে তৎক্ষণাৎ স্থানীয় বন দফতরে ফোন করার পর শঙ্করপুর বিট হাউসের বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। উপস্থিত ছিলেন বন দপ্তরের অফিসার দয়াল পন্ডা সহ অন্যান্য কর্মীবৃন্দ। বনদপ্তরের অফিসার দয়াল পন্ডা বলেন,এই সাপটির আসল নাম “বৈজ্ঞানিক নাম রাজা কৌথিয়া ইংরেজিতে মনক ক্লেট কোবরা”। এটি বিষধর সাপ।

Related News

Also Read