প্রদীপ কুমার সিংহ
এস আই আরের ফর্ম জেরক্স করতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হল এক বৃদ্ধর। মৃত ব্যক্তির নাম প্রদীপ কুমার দাস (৬১)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা অন্তর্গত মল্লিকপুর উত্তর কাজীপাড়া এলাকায়। মৃত প্রদীপবাবু ভাই সুদীপবাবু সাংবাদিককে জানান উনি একজন ফিজিওথাপিস্ট। শুক্রবার সকাল সাতটার সময় দাদা প্রদীপবাবু তাকে দরজা খুলে দেন তিনি নিজের কর্মস্থলে যান।

বয়স জনিত কারণে দাদা কিছু কাজ করতো না।দাদাকে বলে যায় এস আই আর ফর্ম যেটি আছে তা জেরক্স করে রাখতে এবং বাড়িতে ভাত রান্না করতে। প্রদীপবাবু বাড়িতে ভাত রান্না করে দশটার সময় জেরক্স এর দোকানে যায় এস আই আর ফর্ম জেরক্স করতে। জেরক্সের দোকানে গিয়ে লাইন দাঁড়িয়ে ছিলেন তখন প্রদীপবাবু হঠাৎ মাথা ঘুরে পড়ে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা প্রদীপ বাবুকে ধরে বসিয়ে বারুইপুর থানায় খবর দিলে বারুইপুর থানার আধিকারিক অর্ধেন্দুর শেখর দে সরকার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়। তড়িঘড়ি প্রদীপবাবুকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে আসলে চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করে। তার ভাই সুদীপ বাবু এবং চিকিৎসকের ধারণা প্রদীপবাবু হার্ট অ্যাটাক করেই মৃত্যু হয়েছে।

এই খবর এলাকায় পৌঁছালে শখের ছায়া নেমে আসে। পুলিশ প্রদীপবাবু নিথর দেহটি ময়নাতন্ত্র জন্য পাঠায়। এই অস্বাভাবিক মৃত্যুর জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। তবে সুদীপবাবু বলেন এস আই আর এর সঙ্গে এর কোন সম্পর্ক নেই। অনেকদিন আগেই আমাদের দুই ভাইয়ের এস আই আর ফর্ম জমা দিয়ে দিয়েছিলাম। জাস্ট ফর্মটা দাদাকে জেরক্স করতে বলেছিলাম।





