প্রদীপ কুমার সিংহ
টোটো চালক দেহ উদ্ধারকে চঞ্চল এলাকা। মৃত টোটো চালক এক যুবক নাম কৃষ্ণ রুইদাস(১৯)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার দাসপাড়া এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে খবর দাসপাড়ায় ভাড়া থাকতো তার বাবা মা সঙ্গে । আসল বাড়ি কুলতলী থানার দেউলটি এলাকায়। পাঁচ বছর আগে তারা বারুইপুর দাসপাড়া একটি বাড়িতে ভাড়া নেয়। বারুইপুরে ওই যুবক টোটো চালাত। বাবার শ্যামল রুইদাস রিক্সা চালাত। অন্যান্য দিনের মতো বুধবার রাত্রে কৃষ্ণ রুই দাস স্বাভাবিক খাওয়া-দাওয়া করে নিজের ঘরে ঘুমোতে যায়। বৃহস্পতিবার সকালে পরিবারের লোক তাকে ডাকতে গেলে দরজা ভেতর থেকে খোলা ছিল, তারা দেখতে পায় সে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছে, তড়ি ঘড়ি তাকে নামিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে যায়। চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করে। বারুইপুর থানার খবর দিলে বারুইপুর থানার পুলিশ তার দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে বাড়ির লোক কিছুই বলতে পারেনি কেন কৃষ্ণ রুইদাস গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন। এই অস্বাভাবিক মৃত্যুর জন্য বারুইপুর থানা পুলিশ তদন্ত শুরু করেছে।





