Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

জুন মালিয়ার সমর্থনে বর্ধিত সভা।

মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে বর্ধিত সভার আয়োজন করা হয়। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের পাঁচরোল অঞ্চল তৃণমূলের উদ্যোগে আয়োজিত হয় এই সভা। দলীয় সূত্রের খবর, পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের সমস্ত বুথে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাতে হবে। এলাকায় জনসংযোগ কর্মসূচি বাড়াতে হবে। পাশাপাশি দলের নিচুস্তরের নেতা-কর্মীদের নিয়ে সংঘবদ্ধভাবে ভোট প্রচার করার আহ্বান জানানো হয়েছে। দলে কোনরকম বিভাজন তৈরি করা যাবে না বলে স্পষ্ট বার্তা দিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। তিনি জানিয়েছেন, এই লোকসভা ভোটে পাঁচরোল অঞ্চল এলাকা থেকে প্রায় সাত হাজার ভোট তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে লিড দেওয়া হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, দলের ব্লক তৃণমূল সভাপতি বিজন বিহারি সাউ, দলের মহিলা সভানেত্রী মানসী দে, রাধানাথ মিশ্র, রবীন্দ্রনাথ দাস, শঙ্কর মিশ্র, গৌরিশঙ্কর মাইতি, শেখ মুস্তাকিন ও শেখ মুক্তাজল, চন্দন রায়, জেলা পরিষদের সদস্য চন্দ্রকান্ত মাইতি, গৌতম পাত্র, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সংযুক্তা জানা, সিদ্ধেশ্বর বেরা প্রমুখ।

Related News