Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

পাঁচরোলে বিরোধীদের মারধরে অভিযুক্ত শাসক তৃনমূল।

পাঁচরোলে বিরোধীদের মারধরে অভিযুক্ত শাসক তৃনমূল


পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতে শুক্রবার সকালে সঞ্চালক নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো।


অভিযোগ পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে বিরোধী পঞ্চায়েত সদস্যদের ঢুকতে বাধা দেয় রাজ্যের শাসকদল।

আরো অভিযোগ, বিজেপি ও কংগ্রেস এবং নির্দল পঞ্চায়েত সদস্যদের বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করা হয়। এর পরে পাঁচরোল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে দফায় দফায় শাসক- বিরোধী জুজুধান দুই দলের মধ্যে তুমুল উত্তেজনা ছড়ায়। পাশাপাশি, গোটা এলাকা রণক্ষেত্রের আকার ধারণ করেন। অবশেষে পুলিশ পরিস্থিতি বেগতিক বুঝে বিরোধী পঞ্চায়েত সদস্যদের নিরাপত্তার ঘেরাটোপে পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ করায়।

অভিযোগ পঞ্চায়েতের প্রধান গেটে শাসক দলের লোকেরা তালা লাগিয়ে দেয়। বহুবার পুলিশ তালা খুলতে বললেও কেউই খোলেনি তালা। পুলিশ বাধ্য হয়ে তালা ভেঙে বিরোধী পঞ্চায়েত সদস্যদের ১২ টার মধ্যে পঞ্চায়েত কার্যালয়ের ভিতরে ঢুকিয়ে দেয়। বিরোধীরা সঞ্চালক নির্বাচনের ভোটাভুটিতে অংশগ্রহণ করে।


এর পরে উভয় দলের জমায়েতকে পঞ্চায়েত কার্যালয় থেকে একশো মিটার দূরে জমায়েত সরিয়ে দেয়। এগরা থানার আইসি স্বপন কুমার গোস্বামী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related News

Also Read