Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

গুজরাটে কাজে গিয়ে মৃত্যু নন্দীগ্রামের দুই পরিযায়ী শ্রমিকের

পেটের টানে গুজরাটে কাজে গিয়ে প্রাণ হারাল বিরোধী দলনেতার বিধানসভা নন্দীগ্রাম কেন্দ্রের ২ যুবক। ভিন রাজ্য গুজরাটে গিয়ে কর্মরত অবস্থায় প্রাণ হারালো নন্দীগ্রামের দুই যুবক ।প্রণব দিন্দা ও চন্দন দাস দুজনের বাড়ি নন্দীগ্রামের কালিচরন পুরে।প্রণব দিন্দার বয়স আনুমানিক ২৫ বছর,চন্দন দাসের আনুমানিক বয়স ২৯ বছর।

পেটের টানে গুজরাটে কাজে গিয়েছিলেন কালীচরণপুরের দুই যুবক।দুই পরিবারের আয়ের উৎস এই দুই যুবক।স্থানীয় সূত্রে জানা গেছে ,তারা গ্যাসের লাইন রিপিয়ারিং এর কাজে ছিলেন।। গ্যাসের পাইপলাইন রিপেয়ারিং এর সময় তারা যখন ওয়েল্ডিং করছিলেন সেই সময় গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে যায়। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে।

গুজরাটের কোম্পানির কর্তৃপক্ষ ২ মৃত যুবকের পরিবারকে ৭ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ তুলে দেয় । গুজরাট থেকে দুই মৃতদেহ নন্দীগ্রামে পাঠানোর ব্যবস্থাও করেন । মঙ্গলবার সন্ধ্যায় নন্দীগ্রামে এসে পৌঁছায় দুটি মৃতদেহ ।

 

প্রণব দিন্দার বাবা শারীরিক প্রতিবন্ধী তিনি চলাফেরা করতে পারেন না। পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্যের বাইরে কাজ করে ইনকাম করে বাড়িতে আনলেই সংসার চলে। অপরদিকে চন্দন দাসের এক ছেলে এক মেয়ে, ছেলে ছোট বয়স মাত্র চার বছর মেয়ে ৯ বছরের।

দুই পরিবারসহ গোটা এলাকায় দুই যুবকের অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রণব ও চন্দন দুজনেই তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। অকাল মৃত্যুতে অসহায় অবস্থার মধ্যে পড়েছে দুটো পরিবার। গুজরাট থেকে মৃতদেহ নন্দীগ্রামের কালীচরণ করে এসে পৌঁছায়।এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

Related News

Also Read