Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

এসআইআর নিয়ে আইএনটি টিইউসি-র সভা

কাঁথি ১ ব্লক আইএনটি টিইউসি-র ডাকে ট্রেড ইউনিয়ন নেতৃত্বদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হলো।

উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সি র রাজ্য সম্পাদক তথা পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল ,কাঁথি সাংগঠনিক জেলা আই এন টি টি ইউ সি র সভাপতি শিবুরাম মাইতি , আই এন টি টি ইউ সি র রাজ্য সম্পাদক বিকাশ চন্দ্র বেজ, কাঁথি ১ ব্লক আই এন টি টি ইউ সি র সভাপতি দুর্গা শঙ্কর মন্ডল,সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় এসআইআর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। টোটো রেজিস্ট্রেশন অন্যান্য শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয় আগামী বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে শ্রমিকদের সংগঠিতভাবে আন্দোলন করতে হবে।

Related News

Also Read