Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

পলি সরানোর কাজের উদ্বোধন করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।

হলদিয়ার জেটিঘাটে পলি সরানোর কাজের উদ্বোধন করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। উদ্বোধনী এসে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন মন্ত্রী ।


শনিবার বিকালে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর হলদিয়া ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথারেটী অফ ইন্ডিয়ার জেটীঘাট পরিদর্শনে করেন । নুতন জেটীঘাটে পরিকাঠামো মানোন্নয়নের কাজ খতিয়ে দেখলেন। হুগলি নদীর তীরে হলদিয়ায় এই জেটিঘাট নুতন বানিজ্যকেন্দ্র তৈরী হতে চলেছে বলেও তিনি দাবি করেন। নদীতে পলি জমা হওয়ায় সেই জেটিঘাট চালু করা সমস্যা তৈরী হয়েছে। তাই নদীতে পলি সমস্যা দুরিকরনে হলদিয়াতে এই পরিষেবা শুরু হল বলে জানানকেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।

Related News