পূর্ব মেদিনীপুর জেলায় কংসাবতী নদীর উপরে তিনটি বাঁশের সেতু জলের তোড়ে ভেঙ্গে তমলুক ও ময়না যোগাযোগ বিচ্ছিন্ন হলো।
রামচন্দ্রপুর, প্রজাবার এবং নন্দকুমার থানার পোরশা ঘাটে বাঁশের সেতু ভেঙ্গে পড়েছিল। ময়না এবং তমলুকের যোগাযোগকারী এই বাঁশের সেতু ৩টি ভেঙ্গে বিচ্ছিন্ন হয়েছে। ডিভিসি থেকে জল ছাড়াই নদীর জল স্তর বাড়ছে। বিপদ সীমার ছুঁই ছুঁই।সংকটে পড়েছে এলাকার লক্ষাধিক মানুষ। বৃষ্টি না কমলে দুর্ভোগ আরো বাড়বে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে।
Post Views: 24