বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২নং ব্লকের বালিঘাইতে, এগরা ২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন ৫০ জন রক্তদান করেন। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে।
প্রসঙ্গত, রক্তদান শিবিরের ফলে রক্তের চাহিদা কিছুটা হলেও মেটে। তবে বর্তমানে তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার ফলে রক্তদান শিবিরে রক্তদান করতে অনেকেই অনীহা প্রকাশ করেন। তার প্রধান কারণ সূর্যের প্রখর রোদে রক্ত দেওয়ার ফলে অনেকেই অসুস্থ বোধ করেন। এছাড়াও অতিরিক্ত গরমের কারণে রক্ত সংগ্রহ করে সেটি আদান-প্রদান করাও অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। সেই কারণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তারা সবাইকে আহ্বান ও ধন্যবাদ জানিয়েছেন।
এদিন শিবিরের উপস্থিত ছিলেন
এগরা ২ ব্লকের বিডিও অরিজিৎ গোস্বামী, এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সেহনাজ বেগম, ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুমিতা দাস, ব্লকের কর্মাধ্যক্ষ রাজকুমার দুয়ারী, অনুরাধা রাজ, অরূপ মাইতি, দেবাশীষ রায়, শেখ রহমত আলি, সুমনা মাইতি, মনোরঞ্জন দাস মৌসুমি সেন-সহ অন্যান্যরা।