Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

মহরম উপোলক্ষ্যে কাঁথি মহকুমা হাসপাতালে রোগীদের ফল-জল বিতরন

রবিবার মহরম শহীদ-এ-কারবালা দিবস।এই উপোলক্ষ্যে কাঁথি মহকুমা হাসপাতালে রোগীদের ফল এবং জল বিতরণ করা হয়।

কাঁথি পুরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলার আলেম আলি খান।তাঁর এ.পি.এস.সি ফুড প্রাইভেট লিমিটেড কোম্পানির উদ্যোগে এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাঁথি মহকুমা হাসপাতালের প্রায় পাঁচশ রোগীদের ফল এবং জল বিতরণ করা হয়।

এদিনের এই মানবিক অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তরুণ জানা, সমাজসেবী তথা মিনমিত্র শেখ মমরেজ আলি, উদ্যোক্তা তথা কাঁথির কাউন্সিলর আলেম আলি খান প্রমুখ।

Related News

Also Read