অন্য মনস্কতার কারণে ব্যাগ হারিয়ে পুলিশের সহায়তায় দেখ ফিরে পেল এক গৃহব। ব্যাগের মধ্যে সোনার, গহনা মোবাইল ও অন্যান্য নথিপত্র ছিল। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুর প্রায় ১২টা নাগাদ, কালিকাকুণ্ড গ্রামের বাসিন্দা সুমিত্রা পাত্র মহিষাদল থানায় এসে জানান যে, তিনি তাঁর বাপের বাড়ি যাওয়ার পথে ভুলবশত একটি হোটেল/টোটোতে সোনার গয়না, মোবাইল ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ ব্যাগটি ফেলে এসেছেন।

খবরটি পাওয়ার পর মহিষাদল থানার ভারপ্রাপ্ত অফিসার দ্রুত পদক্ষেপ নেন এবং থানার একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। জানা যায়, চক গাজীপুরের বাসিন্দা সুকুমার সামন্তর টোটোতেই ব্যাগটি রয়ে গিয়েছিল। তাঁর বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, এক মহিলা ভুলে ব্যাগটি টোটোতে ফেলে গিয়েছিলেন ও তিনি ব্যাগটি নিজেই থানায় জমা দিতে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর কাছ থেকে সোনার গয়না ও মোবাইলসহ ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। মাত্র এক ঘণ্টার মধ্যে জিনিসপত্র উদ্ধার করে সুমিত্রা পাত্রের হাতে তুলে দেওয়া হয়। সমস্ত জিনিসপত্র অক্ষত অবস্থায় ফিরে পেয়ে সুমিত্রা পাত্র অত্যন্ত আনন্দিত হন এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি টোটো চালকের সততাকে ধন্যবাদ জানিয়েছেন।





