নতুন লায়ন সদস্যদের নিয়ে একটি ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে লায়ন্স ক্লাব অফ কন্টাই সিটি।
এই ট্রেনিং কর্মসূচীতে কাঁথির নতুন লায়ন সদস্যরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন প্রাক্তন লায়ন্স ড্রিস্টিক্ট গভর্নর লক্ষী নারায়ন সাহু, মীনাক্ষ মাইতি,সেক মুজাফ্ফর প্রমুখ। লায়ন্স ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন অর্ণব মাইতি, দেবাশীষ শেঠ ও পম্পা ঘোষ।
Post Views: 7