Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। নবমীর সকালে মারিশদাতে ভয়াবহ দুর্ঘটনাঃমৃত্যু ২ পর্যটকের ।।

নবমীতে সমুদ্রের জলে স্নান করার আনন্দ আর নেওয়া হলনা শুভজিৎ মুখোপাধ্যায় আর রনজিৎ কোলের।সারা জীবনের মত সব ইচ্ছার অবসান হয়ে গেল দুই যুবকের।নন্দকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এই পর্যটকদের।



মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের মারিশদা থানা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ওই যুবকদের গাড়ি। মারিশদার ভাঁইটগড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তাঁদের বেসরকারি গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। এর জেরে ওই গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই গাড়িচালক এবং তাঁর সঙ্গী যুবক মারা যান।পুলিশ সূত্রে খবর, মৃতেরা হাওড়ার আন্দুলের বাসিন্দা 

Related News

Also Read