পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের মৈতনা গ্রামে সাহাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৭ ডিসেম্বর। আগামী ৮ জানুয়ারি ভোট ঘোষণা করার নির্ঘণ্ট ঠিক হয়েছিল এই সমবায় সমিতিতে। তবে নির্ধারিত সময়ের মধ্যে আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মোট ১১ জন মনোনয়নপত্র জমা দেন। বিরোধীদল গুলির থেকে কেউই প্রার্থী দিতে পারেনি। বিচ্ছিন্নভাবে তিনজন মনোনয়ন তোলেন। তবে তাদের মধ্যে দুজন মনোনয়নপত্র ফিরিয়ে দেন। মঙ্গলবার মনোনয়ন জমা দিতে আসার পর অন্য একজন ব্যক্তিকে মনোনয়ন জমা থেকে বিরত থাকার জন্য বোঝানো হলে তিনি বিরত থাকেন।।
বিকেল চারটা পর্যন্ত অপেক্ষা করার পরেও আর কেউ মনোনয়ন জমা করতে আসেননি। যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কোনো প্রার্থী ছিলেন না, ফলে ১১ জনকে নিয়ে পরিচালক মণ্ডলী নির্বাচিত হয়েছেন। একথা জানান মান্দার পুরের পঞ্চায়েত সদস্য ও অঞ্চল তৃণমূলের সভাপতি ওয়াসিম রহমান। সাহাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন কমিটি নির্বাচনে যাঁরা বিনা প্রতিদন্দ্বিতায় জয়ী হয়েছেন তারা হলেন, অহেন্দ্র দাস,বিষ্ণুপদ সাঁতরা,মদনমোহন মন্ডল, বাসন্তী দলাই, রজত মন্ডল,বিশ্বনাথ সাউ,মধুসূদন বেরা, নিরলা মন্ডল, সুব্রত দিন্দা, অমলেন্দু কর, মধুসুদন দাস। এর ফলে সমিতির অনেক টাকা বাঁচলো।
