প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে চরে গাড়ী চালাতে গিয়ে বিপাকে পড়লো এক পর্যটক দল।স্থানীয় মৎস্যজীবি ও পুলিশের সহায়তায় কোন ক্রমে গাড়ী সহ সমুদ্রের জলে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে এই পর্যটকেরা।চাঞ্চল্যকর ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির তালপাটি কোস্টাল থানার অন্তর্গত হিজলি এলাকায় ঘটে।
পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘা-মান্দারমনি- তাজপুর কিংবা শংকরপুরে সমুদ্রে তটে চার চাকা কিংবা দুই চাকার মোটর চালিত গাড়ী – বাইক চলাচল বন্ধ করেছে প্রশাসন।এর জন্যে কড়া নজরদারি চালানো হয়।এই সকল সৈকত শহর সহ কাঁথি ১ ব্লকের বগুড়ান জালপাই,জুনপুট,কাঁথি ২ ব্লকের বাঁকিপুট কিংবা খেজুরীর হিজলী এলাকাতেও বঙ্গোপসাগরের তট আছে।
এই এলাকাতেও প্রচুর পর্যটক আসেন।এই এলাকা গুলিতেও সমুদ্রে তটে চার চাকা-বাইক চালানো নিষেধ আছে।কিন্তু এখানে সেই ভাবে প্রশাসনের কড়াকড়ি না থাকায় বহু পর্যটক গাড়ী-বাইক চালায়।তেমন এক পর্যটক দল হিজলী এসে সমুদ্রে চরে চার চাকার গাড়ী চালাতে গিয়ে বিপাকে পড়ে।
শনিবার দুপুরের পর চারচাকার গাড়ী নিয়ে হিজলির সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিল পর্যটকদের দল। সেখানেই ঘটে বিপত্তি।জোয়ারের জল সৈকতে ঢুকে যাওয়ায় কাদাজলে গাড়িটি ক্রমশ ডুবে যেতে থাকে।
পর্যটকরা চিৎকার করতে থাকেন সাহায্যের জন্য। সঙ্গে সঙ্গে স্থানীয় মৎস্যজীবীরা ছুটে গিয়ে উদ্ধারের চেষ্টা করেন। খবর পাঠানো হয় পুলিশে। সঙ্গে সঙ্গে তালপাটিঘাট উপকূল থানা থেকে ট্রাক্টর নিয়ে সেখানে যান। দুটি ট্রাক্টরের সাহায্যে গাড়ীটিকে টেনে তোলা হয়।
এই ঘটনার পর ওই এলাকায় যাতায়াত নিয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।