“আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচি সফল করার উদ্দেশ্যে কাঁথি ৩ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির আয়োজনে ভাজাচাউলী গ্ৰাম পঞ্চায়েতে বিশেষ শিবির হয়। শিবিরে উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাঁথি ৩ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপক কুমার ঘোষ,কাঁথি ৩ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ নন্দী, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ হৃষিকেশ গোল্ড, কাঁথি ৩ পঃ সঃ বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সাবিত্রী মন্ডল,ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত প্রধান নন্দদুলাল মাইতি, ভাজাচাউলী গ্ৰাঃ পঃ উপপ্রধান স্বপন কুমার বাগ, ভাজাচাউলী গ্ৰাঃ পঃ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
তিনটি বুথ নিয়ে এই শিবির হয়। শিবিরে উৎসাহের সঙ্গে বহু মানুষ তাদের সমস্যা নিয়ে আসেন। সেগুলি সমাধান করা হয়।
Post Views: 23





