রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘গড়ে’ ধরাশায়ী রাম বামের জোট । পূর্ব মেদিনীপুর জেলার ভগবাপুর ১ নং ব্লকের মাশুড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়জয়কার তৃণমূল প্রার্থীদের।মোট ৯ টি আসনের মধ্যে ৫ টি আসন দখল করলো শাসকদল । রবিবার সকাল থেকে কড়া পুলিসি নিরাপত্তায় ভগবানপুর ১ ব্লকের বিভিসনপুর গ্রাম পঞ্চায়েত এর মাশুড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন হয় । বিকেল না গড়াতেই ৯ টি আসনের মধ্যে ৫ টি আসনে জয়ী হয় তৃণমূল ৪ টি আসনে জয়লাভ করে বিজেপি ও সিপিএম জোট প্রার্থী। মোট ভোটার ছিল ৬৪৭ । ভোট পড়েছে ৬০১ টি ।
২০ বছর পর এই সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করার পরে বাজি ফাটিয়ে সবুজ আবির খেলা শুরু করে তৃণমূল কর্মীরা।
এই বিষয়ে ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরুপ সুন্দর পন্ডা বলেন এই সমবায় সমিতি প্রায় ২০ বছরের ওপর সিপিএম এর দখলে ছিল । দীর্ঘদিন নির্বাচন হয় নি ।এবার বিজেপি সঙ্গে জোটবদ্ধ ভাবে সিপিএম ও বিজেপি জোট বেঁধে নির্বাচনে লড়াই করেছিল । তারপরেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে ।
‘
